Wednesday, June 29, 2016

কম্পিউটার বিষয়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

Ibm_pc_5150
১) তথ্যের ক্ষুদ্রতম একক ডেটা

২) ডেটা শব্দের অর্থ ফ্যাক্ট

৩) বিশেষ প্রেক্ষিতে ডেটাকে অর্থবহ করাই ইনফরমেশন

৪) তথ্য=উপাত্ত+প্রেক্ষিত+অর্থ

৫) তথ্য বিতরণ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের সাথে যুক্ত তথ্য প্রযুক্তি

৬) ICT in Education Program প্রকাশ করে – UNESCO

৭) কম্পিউটারের ভেতর আছে অসংখ্য বর্তনী

 

৮) তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং উৎপাদন করে কম্পিউটার

৯) কম্পিউটার গুরুত্বপূর্ণ কাজ করে ৪টি

১০) মনো এফএম ব্যান্ড চালু হয় ১৯৪৬ সালে

১১) স্টেরিও এফএম ব্যান্ড চালু হয় ১৯৬০ সালে

১২) সারাবিশ্বে এফএম ফ্রিকুয়েন্সি 88.5-108.0 Hz

১৩) Radio Communication System এ ব্রডকাস্টিং ৩ধরণের

১৪) PAL এর পূর্ণরূপ – Phase Alternation by Line

১৫) দেশে বেসরকারি চ্যানেল -৪১টি

১৬) পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক ইন্টারনেট

১৭) ইন্টারনেট চালু হয় – ARPANET দিয়ে (১৯৬৯)

১৮) ARPANET চালু করে মার্কিন প্রতিরক্ষা বিভাগ

১৯) ইন্টারনেট শব্দটি চালু হয় ১৯৮২ সালে

২০) ARPANETTCP/IP চালু হয় ১৯৮৩ সালে

২১) NSFNET প্রতিষ্ঠিত হয় ১৯৮৬ সালে

২২) ARPANET বন্ধ হয় ১৯৯০ সালে

২৩) সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় ১৯৮৯ সালে

২৪) ISOC প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালে

২৫) বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ৫কোটি ২২লাখ (৩২%)

২৬) ইন্টারনেটের পরীক্ষামূলক পর্যায় ১৯৬৯-১৯৮৩

২৭) টিভি একমূখী যোগাযোগ ব্যবস্থা

২৮) “Global Village” “The Medium is the Message” এর উদ্ভাবক মার্শাল ম্যাকলুহান (১৯১১-১৯৮০)

২৯) The Gutenberg : The Making Typographic Man প্রকাশিত হয় ১৯৬২ সালে

৩০) Understanding Media প্রকাশিত হয় ১৯৬৪ সালে

৩১) বিশ্বগ্রামের মূলভিত্তি নিরাপদ তথ্য আদান প্রদান

৩২) বিশ্বগ্রামের মেরুদণ্ড কানেকটিভিটি

৩৩) কম্পিউটার দিয়ে গাণিতিক যুক্তি ও সিদ্ধান্তগ্রহণমূলক কাজ করা যায়

৩৪) বর্তমান বিশ্বের জ্ঞানের প্রধান ভান্ডার ওয়েবসাইট

৩৫) EHRএর পূর্ণরুপ – Electronic Heath Records

৩৬) অফিসের সার্বিক কার্যক্রম স্বয়ংক্রিয় করাকে বলে অফিস অটোমেশন

৩৭) IT+Entertainment = Xbox

৩৮) IT+Telecommunication = iPod

৩৯) IT+Consumer Electronics= Vaio

৪০) কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে ৫ম প্রজন্মের কম্পিউটার

৪১কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য ব্যবহার করা হয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ

৪২রোবটের উপাদান- Power System, Actuator, Sensor,Manipulation.


পোস্টটি ভালো লাগলে জানাবেন
Facebook Page

No comments:

Post a Comment

Thanks for your comment